শনি যা ২৭০০ দিনে একটি রাশি পরিবর্তন করে, যা প্রায় ৩০ বছর হয়। এই করোনা চায়না তে প্রথম দেখা যায়। ২৮ আগস্ট এর কাছাকাছি এটি লক্ষ করা যায়।
এই ভাইরাস মূলত ফুসফুস কে প্রভাবিত করে। জ্যোতিষ শাস্ত্র মতে করোনা ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত বেশ সক্রিয় ভাবেই থাকবে। তার পর ধীরে ধীরে তার ক্ষমতা কমবে ও একসময় দূর হবে।
করোনা নানা প্রকার ভেরিয়েন্ট বা রূপ পরিবর্তন করে ঠিক যে ভাবে রাক্ষসরা পুরানে করত। করোনা নতুন ভাবে তার রূপ ধারন করে আবার ভারতে বিশেষ ভাবে সক্রিয় হচ্ছে। যা মূলত জুন এর দিকে বেশি প্রভাবিত করবে। তবে এবারে বেশি মারন সম্পন্ন হবে না বলেই আশা করা যায়।
এই জুন মাস দেশের জন্যে ও পৃথিবীর জন্যে কিছু প্রতিকূল থাকবে। আবার জুলাই থেকে ধীরে ধীরে কমবে। আবার নভেম্বর ও ডিসেম্বরে এর প্রভাব লক্ষ করা যেতে পারে। তবে জানুয়ারির পর অনেকটাই কমে যাবে এই করোনার প্রভাব।
৪ জুন ২০২২ থেকে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত এই করোনার গ্রাফ কখনো উঠবে আবার কখনো নাম্বে বলা যায়। তবে ১৭ জানুয়ারির পর ধীরে ধীরে উন্নতি লক্ষ করবেন।