কন্যা রাশি: নতুন পরিচয় নতুন সম্পর্ক তৈরি হতে পারে। তবে সেই নতুন সম্পর্ককে চোখ বন্ধ করে ভরসা করতে গেলে আপনি ঠকতে পারেন। সরকারি বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ দিন বেশ ভাল যাবে।
ব্যবসা: ব্যবসার ক্ষেত্রে জীবন সঙ্গী এবং ব্যবসায়ীক পার্টনারের মতামত অবশ্যই গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। আজ আপনার কাজের লোকেরা যে পরামর্শ দেবেন তা মন দিয়ে শুনুন, পারলে মেনে চলুন।
চাকরি: কাজের জায়গায় আজ নিজেকে পারফেক্ট ভাবতে বা দেখাতে যাবেন না, বিশেষ করে বস বা সিনিয়রদের সামনে। তার মানে এই নয় আপনি মাথা নিচু করে থাকবেন। আজ শুধু নিজের কাজে বেশি করে মন দিন। তাহলেই আপনি সাফল্য পাবেন।
পরিবার: প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন। শপিং করুন বা কোথাও ঘুরতে যান তো তা সঠিক পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে করুন। তাতে আপনার টাইমও বেঁচে যাবে।
শিক্ষা: ছাত্রছাত্রী খেলোয়াড় এবং শিল্পীরা বড়দের কথা উপেক্ষা করতে যাবেন না। তাঁদের আজ্ঞা পালন করুন। বড়দের কথায় এমন কিছু টিপস থাকে যার ফলে আমাদের জীবন সহজ হয়ে যায়।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হাঁটু বা কোমরের ব্যথা কষ্ট দেবে। তাই পারলে আগের থেকে সতর্ক থাকুন। আজকের শুভ রং ও শুভ সংখ্যা ৮ নভেম্বর