কন্যা রাশি: মানসিক চাপ যেখান থেকে তৈরি হয় সেই সব পরিস্থিতি এবং ব্যক্তি থেকে আজ দূরে থাকুন। এবং চেষ্টা করুন আজ খুশি থাকার। সামাজিক স্তরে আজ আপনার হাতে যে রিসোর্স আছে তা দিয়েই মানুষের উপকার করুন।
ব্যবসা: শেয়ার বাজার জমি জায়গার বিষয়ে আজ ভাল কোনও ডিল হতে পারে। হঠাৎ করে আজ আপনার হাতে কিছু টাকা এসে যেতে পারে। আপনার ব্যবসায় লাভের পরিমান বৃদ্ধি পাবে।
চাকরি: পরাক্রম এবং ধ্রুব যোগের ফলে অফিসে বেস্ট এমপ্লয়ির খেতাব আপনি আগামী দিনে পেয়ে যেতে পারেন।
পরিবার: পরিবারে কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন। কারোর সঙ্গে আজ মনের সংযোগ তৈরি হবে। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর ভাল সময় কাটাতে পারবেন। প্রেম ভালবাসা বৃদ্ধি পাবে।
শিক্ষা: শিল্পী খেলোয়াড় এবং ছাত্রছাত্রীরা আজ সাফল্যের স্বাদ পাবেন। তাই আজ বেশি করে পরিশ্রম করে তাকে নিশ্চিত করুন।
স্বাস্থ্য: আজ স্বাস্থ্য মোটের উপর ঠিকই থাকবে। বিশেষ কোনও সমস্যা দেখা দেবে না। তাই খুশি থাকুন।