মেষ রাশি (Aries Today Rashifal in Bengali) – আজ স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে আপনাকে। সময়ে খাওয়া দাওয়া করতে চেষ্টা করুন। অন্যথায় পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে।
কাজের জায়গায় কারোর সঙ্গে তর্কে যাবেন না। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে কোন সংবেদনশীল বিষয়ে আলোচনা করতে যাবেন না। পরিবারে কারোর সঙ্গে বাদ বিবাদ বাড়তে পারে।
কথা বলার সময় আজ যথেষ্ট সচেতন থাকতে হবে আপনাকে। নিজের স্বভাব যাতে কারো প্রতি রুঢ় না হয় সেদিকে নজর দিন। অন্য কারোর রাগ তৃতীয় কারের উপর চাপাতে যাবেন না।
কোন কারনে মানসিক চিন্তা বাড়তে পারে। আজ যে কোন কাজে আপনাকে অধিক পরিশ্রম করতে হবে। আজ ৬০ শতাংশ ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আজ আপনার জন্য সবুজ রং শুভ হবে এবং শুভ সংখ্যা হল ৭।