বৃষ রাশি: আজ বাড়ির ছোট এবং বড়দের শরীরের দিকে খেয়াল রাখুন। তার জন্য প্রয়োজনে প্রার্থনা করুন। আগামী নির্বাচন বা উৎসব অথবা পারিবারিক কোনও অনুষ্ঠানের জন্য আজ আপনার উপর নতুন কোনও দায়িত্ব আসতে পারে।
ব্যবসা: ব্যবসায় যাঁরা নতুন লোক নিয়োগ বা নতুন প্রযুক্তি আমদানির কথা ভাবছেন তাঁরা আজ তা করে ফেলতে পারেন। এর ফলে আপনি ভাল লাভ পেতে পারেন আজ। ক্রোধ করবেন না কোনও ভাবেই।
চাকরি: কাজের জায়গায় আজ আপনাকে মাল্টি টাস্কিং হতে হবে। আপনি আজ আনেক কাজ করতে পারবেন। তার ফলে আজ অফিসে বা কাজের জায়গায় আপনার দিন বেশ ভাল যাবে। লিল্ট বানিয়ে কাজ করুন। যাতে কোনও কাজ মিস না হয়।
পরিবার: পারিবারিক দিক থেকে সবধানে থাকতে হবে। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে বেকার কোনও বিষয় নিয়ে ঝামেলা হয়ে যেতে পারে।
শিক্ষা: ছাত্রছাত্রী শিল্পী এবং খেলোয়াড়রা আজ সময় নষ্ট করতে চলেছেন। পরচর্চা পরনিন্দা গল্প আড্ডায় আজ আপনার অনেকটা সময় নষ্ট হতে পারে। তাই আগের থেকে সতর্ক থাকুন। না হলে আপনার দিন খারাপ হয়ে যাবে। শুধু তাই নয় আজকের কাজ ফেলে রাখার ফলে কাজ জমে কালকের দিনও আপনার খারাপ যাবে।
স্বাস্থ্য: মহিলাদের স্ত্রী রোগ এবং পুরুষদের আলস্যের কারণে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। কাজের চাপের কারণেও ক্লান্তি আসতে পারে। সঙ্গীরা পরস্পরের সেবা করুন। আনন্দ পাবেন। আজকের শুভ রং ও শুভ সংখ্যা ৮ নভেম্বর