বৃষ রাশি: কাজ করার একটা নেশা আপনার মধ্যে থাকবে আজ। উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে যদি আপনি আজ কাজ শুরু করেন তবে আজ সারা দিনে আপনি প্রচুর কাজ করতে পারবেন। এবং সাফল্যের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন আপনি। সামাজিক এবং রাজনৈতিক স্তরে আপনার আজ ভাল যাবে। ভাল কাজ করতে পারবেন।
ব্যবসা: ব্যবসায় আজ সেলস্ পার্চেজ মার্কেটিং বা অন্য যে গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন তা যেন আপনার দেখাশোনার মধ্য়ে হয়। এটা টিম তৈরি করে যে কোনও কাজ করুন আপনার কাজ দ্রুত শেষ হবে।
চাকরি: পরাক্রম ও ধ্রুব যোগের কারণে কাজের জায়গায় আজ আপনি সবাইকে নিজের কাজ দিয়ে ইমপ্রেস করতে পারবেন।
পরিবার: পরিবারে আপনার উপর যে দায়িত্ব আসবে বা আছে তা আপনি সঠিক ভাবে পালন করতে পারবেন। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর আপনার আবেগ বুঝতে পারবেন।
শিক্ষা: শিল্পী খেলোয়াড় এবং পড়ুয়ারা আজ প্রেমে ভালবাসা এবং মোবাইল ল্যাপটপ বা অন্য কোনও গ্যাজেট থেকে দূরে থাকুন। কারণ না হলে এগুলি আপনার মনোসংযোগ নষ্ট করে লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে।
স্বাস্থ্য: শারীরিক দিক থেকে দিন কিছুটা কষ্টের হবে। তাই আজ আপনাকে স্বাস্থ্যের দিকে বেশি করে সচেতন হতে হবে।