মিথুন রাশি (Effect of Sun transit on Gemini) – এই সময়ে যেকোনো কাজে অধিক রিসার্চ করতে চেষ্টা করুন। কাউকে কিছু বলার আগে বিশেষ ভাবনা চিন্তা করুন সেই বিষয়ে। সন্তানের কোন শারীরিক সমস্যা হতে পারে।
দাম্পত্য জীবনে বা লাভ লাইফে বাদ বিবাদের সম্ভাবনা রয়েছে। নিজের জেদ ত্যাগ করতে চেষ্টা করুন। আপনার মতামত কারোর উপর চাপিয়ে দেবেন না। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। ব্যবসায় আর্থিক সমস্যা কিছু আসতে পারে।
এই সময়ের মধ্যে কাউকে ধার দিতে যাবেন না বা কারোর থেকে ধার নিতে যাবেন না। পিত্ত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। খাওয়া-দাওয়া সঠিক সময় করতে চেষ্টা করুন।
কাজের জায়গায় নিরাশা ভাবতে পারে। তবে কাজ পরিবর্তনের কথা মাথায় এলে তা নিয়ে ভাবনাচিন্তা করার পর সিদ্ধান্ত নিন। হুট করে কাজ ছেড়ে দেবেন না।
কর্কট রাশি (Effect of Sun transit on Cancer) – কর্কট আপনার ক্ষেত্রে দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এই সময় দাম্পত্য জীবনে কোন সমস্যা আসতে পারে। সেই সমস্যা হতে পারে মানসিক বা শারীরিক। পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর দিন।
ইমোশনাল হয়ে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। সমস্ত কাজ নিজের তত্ত্বাবধানে করতে চেষ্টা করুন। ব্যবসায় আইনিভাবে সচেতন থাকতে চেষ্টা করুন। পৈত্রিক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ দেখা দিতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য এই সময় বেশ ভালো থাকবে। চোখের সমস্যা বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে।