সূর্য রাশি পরিবর্তন করেছে। সূর্য সিংহ রাশিতে প্রবেশ করেছে ১৭ আগস্ট। সিংহ রাশিতেই অবস্থান করবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে আলোচনা করা হল কোন রাশিতে এই পরিবর্তনের কেমন প্রভাব পড়বে।
কোন কোন রাশির ক্ষেত্রে আসবে সফলতা, পদোন্নতি ও আর্থিক লাভ, দাম্পত্য জীবন ও লাভ লাইফ কেমন থাকবে আবার কোন কোন রাশির মানুষকে সাবধান থাকতে হবে ও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে তা আলোচনা করা হল এখানে।
সূর্য মান সম্মান, উচ্চ পদ, পিতা, লিডারশীপ ক্ষমতা, হাড়, চোখ ইত্যাদির কারক গ্রহ হিসেবে ধরা হয়। সূর্য যাদের ক্ষেত্রে উচ্চ স্থানে থাকে তারা আধিকারিক পদে চাকরি করে।
আবার যাদের ক্ষেত্রে নিন্ম স্থানে থাকে তারা কোনও ভুল কাজ করার আগে ভাবনা চিন্তা করে এবং তাদের চোখের সমস্যা দেখা দেয়। সূর্যের এই পরিবর্তন আপনার রাশির ওপর ঠিক কেমন প্রভাব ফেলবে তা জেনে নিন নিচে রাশি অনুযায়ী ক্লিক করে –