বৃশ্চিক রাশি: কাজ করার একটা নেশা আপনার মধ্যে কাজ করবে। আজ আপনার এনার্জি লেভেল ভাল থাকবে। আপনার মাথাও ভাল কাজ করবে। নতুন নতুন আইডিয়া মাথায় আসবে। তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন। ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন।
ব্যবসা: ব্যবসায়ীরা আজ শুধু মজুত মালের পরিমানের উপর নজর না দিয়ে নজর দিন মালের কোয়ালিটির দিকেও। প্রয়োজনে রিপ্যাকেজিং করুন। সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করুন। না হলে আপনার বিক্রি কমতে পারে। আজ রিসার্চ এবং ডেভলপমন্টের দিক থেকে আপনি লাভ পাবেন।
চাকরি: অফিসে কাজ সঠিক ভাবে চালানোর জন্য পদোন্নতি পেতে পারেন। আপনি চাকরি পরিবর্তন করতে পারেন। এমন কি আপনার পুরনো বস আপনাকে ফের ডেকে পাঠাতে পারে।
পরিবার: পরিবারে পৈত্রিক সম্পত্তি বা ধন নিয়ে কোনও বিবাদ হতে পারে। শপিং নিয়েও বিবাদ হতে পারে। অন্য কোনও বিষয় নিয়েও আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। তবে মৌন থাকলে তা হবে না। তাই ভেবে চিন্তে কথা বলুন।
শিক্ষা: সুডেন্ট আর্টিস্ট এবং প্লেয়ারদের হাতে আজ সাফল্য আসবে। তাই পরিশ্রম করুন। সুযোগ হাতছাড়া করবেন না।
স্বাস্থ্য: স্বাস্থ্য মোটের উপর ভালই থাকবে। বিশেষ কোনও চিন্তার কারণ নেই। চেষ্টা করুন যাতে আপনার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে থাকে। আজকের শুভ রং ও শুভ সংখ্যা ৮ নভেম্বর