বৃশ্চিক রাশির আজকের রাশিফল ২১ নভেম্বর ২০২৩

Scorpio Rashifal in Bengali 1 December

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

বৃশ্চিক রাশি: ঘরের কোনও পরিস্থিতি, মেরামত রক্ষণাবেক্ষণ অথবা ঘরের অন্য কোনও ইস্যুতে খরচ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হতে পারে আজ। সে ক্ষেত্রে নিজের শব্দের উপর নিয়ন্ত্রণ রাখুন।

সামাজিক স্তরে ও আপনার দ্বারা কোনও ভুল কাজ আপনার গলার ফাঁস তৈরি হতে পারে। তাই আগের থেকে সতর্ক হোনও। নিজের শব্দ ভেবে চিন্তে প্রয়োগ করুন। আজ যতটা মৌন থাকবেন ততই ভাল। 

ব্যবসা: পার্টানারশিপ ব্যবসায় আর্থিক লাভ ঠিক থাকলেও ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ মনোমালিন্য তৈরি হতে পারে। তা থেকে আপনাকে বাঁচতে হবে। বিষয়গুলি এড়িয়ে গিয়ে পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করুন। 

চাকরি: কাজের জায়গায় আপনার কাজের থেকে বেশি আপনার রাগ বা আপনার অপশব্দ আপনাকে সমস্যা ফেলবে। তাই আপনাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে অফিসে কোনও ভাল খবরও আজ আপনার জন্য অপেক্ষা করছে।  

পরিবার: প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে ভাল কথা বলুন। পুরনো যে কথায় আপাদের আগে ঝগড়া হয়েছে তা ফের একবার তুলতে যাবেন না। পরিবারে কারোর সঙ্গেই কথা বলার সময় এমন কারোর নাম নেবেন না যার কথায় পরিস্থিতি খারাপ হতে পারে। এর ফলে আপনার ইমেজ খারাপ হবে। 

শিক্ষা: ছাত্রছাত্রী শিল্পী এবং খেলোয়াড়রা আজ সতর্ক থাকুন। আপনার মনোসংযোগ বিক্ষিপ্ত করার কাজ কেউ করতে পারেন। তা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। না হলে পুরো দিনটাই আপনার খারাপ হয়ে যাবে। 

স্বাস্থ্য: স্বাস্থ্য মোটের উপর ঠিক থাকবে। বিশেষ চিন্তার কারণ নেই। চেষ্টা করুন যাতে নিয়ম মেনে চলতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here