শনির রাশি পরিবর্তন, কেমন থাকবে এই সময়ে জানুন

Saturn Transit to Aquarius 17 January 2023 to 30 March 2025

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

শনির এই পরিবর্তনে ধনু রাশির সাড়ে সাতি শেষ হবে। আবার মীন রাশির সাড়ে সাতি শুরু হবে। মিথুন ও তুলা রাশির ঢাইয়া শেষ হবে। আবার কর্কট ও বৃশ্চিক ঢাইয়া রাশির শুরু হবে। এটি কর্কট রাশির অষ্টম ঢাইয়া এবং বৃশ্চিক রাশির চতুর্থ ঢাইয়া। শনি ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

২৯ এপ্রিল ২০২২ থেকে ১২ জুলাই ২০২২  পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে শনি। জ্যোতিষ শাস্ত্রে শনি কে রাগী গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। তবে স্বাভাবিক ভাবে শনি হল ন্যায় ও সাজা প্রদানের কাজ করে। অর্থাৎ যে খারাপ কাজ করে তার সাথে খারাপ করে এবং যে ভাল কাজ করে তার সাথে ভাল করে এই শনি।

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনি কর্ম ও সেবার প্রতিক হিসেবে ধরা হয়। শনির ভাল ফল পেতে যারা আপনার চেয়ে নিচের পদে রয়েছে যেমন রিক্সা চালক, মালি, রাঁধুনি, বাড়ির কাজের লোক, পিওন, ড্রাইভার সকলের সাথে খুব ভাল ব্যবহার করতে চেষ্টা করুন।

মেষ ও বৃষ রাশির ওপর শনি পরিবর্তনের প্রভাব

মিথুন ও কর্কট রাশির ওপর শনি পরিবর্তনের প্রভাব

সিংহ ও কন্যা রাশির ওপর শনি পরিবর্তনের প্রভাব

তুলা ও বৃশ্চিক রাশির ওপর শনি পরিবর্তনের প্রভাব

ধনু ও মকর রাশির ওপর শনি পরিবর্তনের প্রভাব

কুম্ভ ও মীন রাশির ওপর শনি পরিবর্তনের প্রভাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here