মিথুন রাশি (Gemini Saptahik Rashifal) – সপ্তাহের শুরু আপনার জন্য কিছুটা প্রতিকূল থাকবে। পারিবারিক কারণে মন অশান্ত থাকবে। তবে আর্থিক দিক মজবুত থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। এই সপ্তাহে আপনাকে কোন কাজে দৌড়ঝাপ করতে হতে পারে।
তবে এর মাধ্যমে আটকে থাকা কাজে সফলতা আসবে। তবে এই সপ্তাহে কোথাও স্বাক্ষর করার হলে, কোন কাগজে, চেকে স্বাক্ষর করার হলে সচেতন থাকতে হবে আপনাকে। সপ্তাহের বৃহস্পতিবার আপনার জন্য বেশ ভালো দিন। এই দিন কোনো শুভ কাজ করতে চাইলে করতে পারেন আপনি। এতে লাভ পাবেন।
কর্কট রাশি (Cancer Weekly Rashifal) – সপ্তাহের শুরুতে কাজের অধিক চাপ থাকবে। বেশি কাজ করতে হতে পারে আপনাকে। অকারণ বাদ বিবাদ হতে পারে। পরিবারে কারো সঙ্গে যাতে মনোমালিন্য না হয় সেই চেষ্টাই করুন।
অকারণ চিন্তা দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। ভাই বোন, বাবা-মা, স্বামী স্ত্রী এরকম সম্পর্ক গুলো খারাপ হতে পারে। এদিকে বিশেষ নজর দিন। সপ্তাহের শুরুতে শান্ত থাকার চেষ্টা করুন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে বলা যায়। কেরিয়ারে এই সপ্তাহ ঠিকঠাক থাকবে। ক্যারিয়ারে এই সপ্তাহে কোনো বিশেষ সুযোগ পেতে পারেন।
এমন হলে সেই সুযোগকে কাজে লাগান। সপ্তাহের শনিবার আপনার জন্য বেশ ভালো। এই দিন কোন শুভ কাজ করার হলে, কোন মিটিং করার হলে, কোথাও ট্রাভেল করার হলে, কোন কিছু প্ল্যানিং করা হলে করে ফেলতে পারেন। এর মাধ্যমে লাভ পাবেন।