মিথুন রাশি – মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ ভালো থাকবে বলা যায়। ক্যারিয়ারে কিংবা স্থানে যাদের এখনো কোনো পরিবর্তন হয়নি তাদের কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান সুখ পাবে না আপনি এই সপ্তাহে।
আর্থিক ক্ষেত্রেও লাভ পাবেন। পরিবারে খুশির বাতাবরণ বজায় থাকবে। এই সপ্তাহে কোন ধার্মিক কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এমনটা করতে পারলে লাভ পাবেন আপনি।
কর্কট রাশি – কর্কট রাশির জাতক-জাতিকাদের মানসিক অবস্থার দিকে নজর দিতে হবে। সপ্তাহে কোন টেনশন কোন চিন্তা ইত্যাদি দেখা দিতে পারে। ডিপ্রেশন বাড়তে পারে।
সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত সময় কিছুটা প্রতিকূল থাকবে। সপ্তাহের এই প্রথম তিনদিন শান্তি বজায় রাখার চেষ্টা করুন। তবে বুধবারের পর থেকে সময়ে পরিবর্তন লক্ষ্য করবেন।
বুধবারের পর থেকে স্বাস্থ্যে উন্নতি হবে। এই সময় আপনি যে কোন প্রয়াস করলে তার ফল কিন্তু একটু দেরিতে পাবেন। তাই হতাশ না হয়েছে নিজের প্রয়াস জারি রাখার চেষ্টা করুন।
এই সময়ে যাই প্রয়াস করুন আপনি কিছুদিন পর সেই কাজে আপনি সফল হবেন। নিজের মনকে শক্ত করুন। অকারণ চিন্তা করতে যাবেন না। তবে আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহ ঠিকঠাক থাকবে বলা যায়। এই সপ্তাহে মনকে কেন্দ্রীভূত করতে ও শান্ত করতে ধ্যান করার চেষ্টা করুন।