মেষ রাশি (Aries Saptahik rashifal) – এই সপ্তাহে কাজের জায়গায় সফলতা আসবে। বাকি থাকা কাজ শেষ করতে পারবেন। মেন্টালি এবং ফিজিক্যালি আপনি ফিট থাকবেন। স্বাস্থ্য ভালো হবে বলা যায়।
আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। ক্যারিয়ারে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারে কোন ধরনের অশান্তি থাকলে তা কমবে। তবে এর জন্য আপনাকে শান্তি বজায় রাখতে হবে।
সপ্তাহের শেষে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই এদিকে একটু বিশেষ খেয়াল দিতে হবে আপনাকে। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। সপ্তাহের সোমবার আপনার জন্য দিনটি বেশ ভালো থাকবে। এদিন কোনো শুভ কাজ করতে চাইলে করে ফেলতে পারেন।
বৃষ রাশি (Taurus Bengali Weekly Horoscope) – সপ্তাহের শুরুতে অকারণ চিন্তা থাকতে পারে। মন অশান্ত থাকবে আপনার। এই সময় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভ পাবেন। আর্থিক দিক মজবুত থাকবে।
আর্থিক দিক নিয়ে চিন্তা করার কিছু নেই। আটকে থাকা টাকা উদ্ধারে সক্ষম হতে পারেন আপনি। ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহ বেশ ভালো থাকবে বলা যায়। কোন ধরনের পরীক্ষা হলে, বা শিক্ষা সংক্রান্ত কোন কম্পিটিশন হলে তাতে আপনি লাভ পাবেন।
সাথে শেষের দিকে কোথাও ট্রাভেল করতে পারেন আপনি। সপ্তাহের শেষের দিকে আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হবে। সপ্তাহের বুধবার আপনার জন্য দিনটি বেশ ভালো। এই দিন কোন শুভ কাজ করতে চাইলে আপনি করে ফেলতে পারেন।