মেষ রাশি (Aries Saptahik Rashifal) – সপ্তাহের আরম্ভ আপনার জন্যে কিছুটা প্রতিকূল থাকতে পারে। বিশেষ করে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর আপনাকে রাখতে হবে অবশ্যই।
সপ্তাহের মধ্যভাগ থেকে পরিস্থিতির উন্নতি হবে। এই সময়ে আপনার স্বাস্থ্যের সাথে আর্থিক অবস্থারও উন্নতি লক্ষ্য করতে পারবেন। এই সপ্তাহে আপনার কাজের জায়গা এবং বাড়ি এই দুই জায়গায় অকারণ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
সপ্তাহের শেষে কোন উপহার বা সম্মান প্রাপ্তি হতে পারে। এই সপ্তাহের বৃহস্পতিবার আপনার জন্যে সবথেকে শুভ থাকবে।
বৃষ রাশি (taurus Saptahik Horoscope) – সপ্তাহের আরম্ভ ভাল থাকবে। এই সময়ে আপনি বেশ কিছু আটকে থাকা কাজে সাফল্য পাবেন। মানসিক চিন্তা কম হবে। আর্থিক ব্যাপার নিয়ে কোন সমস্যা থেকে থাকলে এই সপ্তাহে তার থেকেও মুক্তি পাবেন।
তবে এই সপ্তাহে আপনার চোট আঘাত লাগার আশঙ্কা রয়েছে। তাই ড্রাইভ করা বা সিঁড়ি ওঠা নামা বা ভারী কাজ করার সময় সতর্ক থাকুন। এই সপ্তাহের সোমবার আপনার জন্যে সবথেকে শুভ থাকবে।