সিংহ রাশি – স্বাস্থ্যর দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। স্বাস্থ্য নিয়ে কোনভাবে অবহেলা করতে যাবেন না। পারিবারিক পরিস্থিতি কেমন রয়েছে তা বোঝার চেষ্টা করুন। পরিবারে আপনাকে অধিক সময় দিতে হবে।
পড়াশুনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ওভার কনফিডেন্ট এর কারনে সমস্যায় পড়তে হতে পারে। অন্যের বিষয়ে নাক গলাতে যাবেন না। আপনার পাড়া-প্রতিবেশীতে কোনরকম বাদ বিবাদে জড়াতে যাবেন না।
এই সপ্তাহে শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। পরিবারে বিশেষ নজর দিন। সপ্তাহের শনিবার আপনার জন্য দিনটি বেশ ভালো থাকবে। এই দিন চেষ্টা করুন কোন শুভ কাজ করার হলে বা কোথাও যাওয়ার হলে সেই কাজ সম্পন্ন করার।
কন্যা রাশি – আগের চেয়ে সময় আপনার জন্য বেশ ভালো থাকবে। ক্যারিয়ারে পরিবর্তনের জন্য কোন চেষ্টা করে থাকলে সেই চেষ্টায় লাভ হবে বলা যায়। এই সপ্তাহে কাজের জন্য কোন ইন্টারভিউ থাকলে তাতে পাশ করতে পারেন।
টাকা পয়সা ইনকাম হবে। তবে খরচের ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। পেটের কোন সমস্যা হলে বা আইজেশন এর কোন সমস্যা হলে তা নিয়ে সতর্ক থাকুন।
জীবন সাথীর সঙ্গে যাতে মতের মিল হয় সেদিকে নজর দিন। সপ্তাহের মঙ্গলবার আপনার জন্য দিনটি ভালো থাকবে। এই দিন কোন শুভ কাজ করতে চাইলে করে ফেলতে পারেন।