ধনু রাশির ২০২৩ বার্ষিক রাশিফল

Sagittarius Horoscope 30 November 2023

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

ব্যবসা ও অর্থনীতি – যে কোন ধরণের সার্ভিস প্রোভাইডিং এর কাজে এই বছর খুব লাভজনক কাটবে। ম্যানুফ্যাকচারিং বাদে অন্য ব্যবসার ক্ষেত্রে আর্থিক স্থিতি উন্নত করতে আপনাকে কঠোর হতে হবে। খারাপ, অসৎ বা ফাঁকিবাজ কর্মচারীদের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। ১৭ জানুয়ারির পর মাতা, ভবন, ভূমি বাহন এবং শুভ মাঙ্গলিক কাজে খরচ বাড়বে।

তবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। অন্যদের কেবল ভাবনায় থাকা কোন কাজ আপনি করে সবাইকে চমকে দিতে পারেন। কৃষিকাজ, খাদ্য পানীয়, হোটেল রেস্তোরাঁ, জিম, স্পা, পার্লার, ফ্যাশন, প্যাশন, হবি, ট্যুরস এন্ড ট্রাভেলস, স্পোর্টস বা অ্যাডভেঞ্চার ইত্যাদি সংক্রান্ত কাজে খুব ভাল ফল লাভের সংকেত আছে।

পুরনো জমি বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া সম্পত্তি সংক্রান্ত কোন পুরনো মামলার নিষ্পত্তি হতে পারে। বছরের শেষে বিজনেস পার্টনারের সাথে ঝামেলা হতে পারে। বছরের শেষে কোন বড় ডিল পেতে পারেন।

চাকরি ও প্রফেশন – ব্যাঙ্কিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, আইটি প্রফেশনাল, ম্যানেজমেন্ট ইত্যাদির চাকরিতে অনেক উন্নতি করতে পারবেন। বছরের শুরুর দিকে নতুন চাকরির অফার পেতে পারেন। মার্চ থেকে মে মাসের মধ্যে চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা পছন্দের পরিবর্তন হতে পারে। তবে জুন থেকে নভেম্বরের মধ্যে কোন ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন।

এব্যাপারে সচেতন থাকতে হবে। অক্টোবর নভেম্বর মাসে বিশেষ কোন ট্রেনিং করতে পারেন, বিদেশে চাকরি পেতে পারেন, পছন্দের জব এই সময় আপনি পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে মিলে কোন কাজ শুরুর জন্যে এই বছর পারফেক্ট। এই কাজ জুলাই থেকে নভেম্বরের মধ্যে করলে বেশি ভাল ফল পাবেন।

পারিবারিক ও ব্যক্তিগত জীবন – এই বছর আপনার পারিবারিক জীবন সুখের কাটবে। তবে আপনার মধ্যে অহঙ্কার আসতে পারে। এর ফলে সম্পর্ক খারাপ হতে পারে। বছরের প্রথম চার মাসে বাড়িতে শুভ মাঙ্গলিক কাজ বা আয়োজন হতে পারে, সন্তান সুখ পাবেন, দাম্পত্য বা প্রেম জীবনে সুখ বাড়বে। প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে পারেন। সিঙ্গেল ব্যক্তিরা পছন্দের সঙ্গীর খোঁজ পাবেন। তবে একই সাথে একাধিক সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন।

শিক্ষা – ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, মেডিক্যাল, ইত্যাদির পড়াশুনায় ছাত্র ছাত্রীদের স্বপ্ন পূরণ হতে পারে। ছাত্র ছাত্রী, আর্টিস্ট বা প্লেয়ারদের জন্যে এই বছর গত বছরের তুলনায় বেশি লাভদায়ক হতে পারে। মার্চ থেকে মে মাসের মধ্যে আপনার কাজে সফলতার হার বৃদ্ধি পেতে পারে। শারীরিক বা মানসিক ভাবে আপনি বেশি সুস্থ বোধ করবেন।

স্বাস্থ্য ও ট্র্যাভেল প্ল্যান – এই বছর ৯-১৩ বার পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্র্যাভেল করতে হতে পারে। ওজন কম করতে হবে। লিভার, কিডনি বা পেটের গোলমাল হতে পারে। হার্টের যত্ন নিতে হবে। ড্রিংক অ্যান্ড ড্রাইভ করবেন না। খারাপ সঙ্গে পড়তে পারেন। মঙ্গল বা শনিবার রাতে ড্রাইভ করে দুর্ঘটনার শিকার হতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here