ধনু রাশি: আজ ছোট বড় ভাই বোন, নিজের হোক বা কাজিন সবার সঙ্গে সম্পর্ক ভাল করুন। ভাই বোন ভুল বা খারাপ কোনও সঙ্গতে পড়ছে কিনা তাও খেয়াল রাখুন। রাজনৈতিক যোগাযোগ তৈরি হবে। সরকারি অফিসারদের সঙ্গে দেখাসাক্ষাৎ হতে পারে। সামাজিক স্তরে আজ আপনার আর্থিক কারণে কোনও বাধা আসতে পারে।
ব্যবসা: যাঁরা ফ্রিল্যান্সিং কাজ করেন বা লাইসেন্স সংক্রান্ত কোনও ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিন ভাল যাবে। সরকারি টেন্ডার সহজে হাতে আসতে পারে।
চাকরি: চাকরি খুঁজছেন যাঁরা তাঁদের জন্য দিন ভাল। নতুন চাকরি পেতে পারেন। আবার অনেকে পুরনো অফিস বা বসের থেকে ফের একবার ডাক পেতে পারেন।
পরিবার: পরিবারে আপনাকে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। না হলে বেকার কোনও সমস্যা তৈরি হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক স্তরেও আজ অর্থের চাহিদা তৈরি হবে। তাই টাকা পয়সার বন্দোবস্ত আগের থেকেই করে ফেলুন।
শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীরা আজ নতুন নতুন সুযোগ পেতে পারেন। তাই আজ সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাকটিভ থাকতে পারেন। তবে তা যেন আপনার মূল কাজকে বাদ দিয়ে না হয়। না হলে আরও বড় ক্ষতি হয়ে যাবে।
স্বাস্থ্য: স্বাস্থ্য আজ আপার আগের থেকে ভাল থাকবে। চিন্তা না করে খুশি মনে দিন এবং জীবন কাটানোর কথা ভাবুন।