ধনু ও মকর রাশির আজকের রাশিফল ৮ আগস্ট

Sagittarius and Capricorn daily Horoscope in Bengali 3 December 2023

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

ধনু রাশি (Sagittarius Ajker Rashifal) – আজ আকস্মিক কিছু পরিবর্তন হতে পারে। আপনার আশপাশে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করবেন ভাবছেন তারা শুরু করতে পারেন আজ।

যারা কাজ করছেন তারা আজ কোথাও আবেদন করতে পারেন লাভ পাবেন। আচমকা ট্রাভেল করতে হতে পারে এবং নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে আপনার।

ছাত্রছাত্রীরা আজ সহজেই সাকসেস হতে পারবেন। পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্রাভেল করতে হতে পারে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৪।

মকর রাশি (Capricorn Daily Horoscope) – পরিবারের সুখ সুবিধার দিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে। আজ অজ্ঞাত ভয় দেখা দিতে পারে। চিন্তা বা টেনশন বাড়বে বলা যায়। বিনিয়োগ করতে যাবেন না।

লাভ পার্টনার বা লাইফ পার্টনারের সঙ্গে বাদ বিবাদ দেখা দিতে পারে। খাদ্য, পানীয়, হোটেল, রেস্তোরাঁ, কনস্ট্রাকশন, ইমারতি, স্পা, সেলুন, জিম ইত্যাদির ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের আজ কিছু লোকসান হতে পারে।

কাজের জায়গায় ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। কথা বলার সময় সংযত থাকুন। পারিবারিক ঝগড়ায় পড়তে যাবেন না। বেশিরভাগ সময় মৌন থাকতে পারলে লাভ পাবেন। ছাত্র-ছাত্রীরা মনোযোগ বাড়াতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল হলুদ এবং শুভ সংখ্যা হল ৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here