ধনু রাশি (Sagittarius) – কিভাবে খরচ কমাবেন সেদিকে নজর দিন। কাজের জায়গায় ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন। বস বা আধিকারিকদের হা তে হা মিলিয়ে চলতে চেষ্টা করুন।
পার্টনারশিপ ব্যবসায় আজ চোখ বন্ধ করে ভরসা করবেন না। চলতি পরীক্ষায় কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে। পরিবারে কোন কাজ করার সময় পারিবারিক রীতি ভুলতে যাবেন না।
পেটের কোন সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল 9।
মকর রাশি (Capricorn Horoscope) – আজ সন্তান সুখ পাবেন আপনি। কাজের জায়গায় সকলের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে চেষ্টা করুন। ব্যবসায় ভালো ফল পেতে পারেন।
আজ কিছু ক্রয় করতে পারেন। বাড়িতে কোন অনুষ্ঠান হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।