ধনু রাশি (Sagittarius) – আজ মানসিক চিন্তা বাড়তে পারে। কেউ আপনাকে টেনশন দেওয়ার চেষ্টা করতে পারে। এমন কোন মানুষ থাকলে তার থেকে দূরে থাকুন। অজ্ঞাত ভয় দেখা দিতে পারে।
কাজের জায়গায় দিনটি গতানুগতিক থাকবে। কোন নতুন কাজ করতে যাবেন না। বাকি থাকা কাজ শেষ করতে চেষ্টা করুন। আজ কোথাও বিনিয়োগ করা শুভ নয়। ব্যবসায় আজ কিছুটা ঘাটতি দেখা দিতে পারে।
আজ মন হালকা করতে বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্প করুন। যারা সরকারি কোন কাজের সঙ্গে যুক্ত বা যারা রাজনৈতিক নেতা রয়েছেন তারা আজ লাভ পাবেন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ২।
মকর রাশি (Capricorn) – আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আচমকা কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কাজের জায়গায় যদি কাজ করতে পারবেন। নতুন কোথাও কাজের জন্য আবেদন করতে চাইলে তা করতে পারেন।
কাজের জায়গায় পরিবর্তন চাইলে বস বা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। ছাত্রছাত্রীরা আজ নতুন কিছু শিখতে পারবেন। পরিবারে বাদ বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাস্থ্য আজ ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রঙ হলো সোনালী এবং শুভ সংখ্যা হল ৫।