1ধনু রাশির আজকের রাশিফল
ধনু রাশি (Sagittarius Ajker Rashifal): আজ আপনি বিবেকবান থাকবেন। উৎসাহ উদ্দিপনার সঙ্গে আপনি সারাটা দিন কাটাতে পারবেন। সমাজ মাধ্যম হোক বা সামাজিক জীবনে আপনার অনুগামীর সংখ্যা বৃদ্ধি পাবে।
ব্যবসা: হেল্থ কেয়ার, আইটি প্রফেসনালস, ফ্রি ল্যান্সার, সার্ভিস প্রোভাইডার তাঁদের আয়ের পরিমান বৃদ্ধি পাবে। আজ আপনি সাফল্য আপনার সামনে দেখতে পাবেন।
চাকরি: কাজের জায়গায় আপনি নিজের কাজের উপর ফোকাস করুন। অন্যের কথা বা কাজের দিকে নজর দিতে যাবেন না। অপ্রত্যাশিত কিছু বিষয় আপনার সামনে আসবে। তবে আপনি ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রেখে যে কোনও পরিস্থিত মোকাবিলা করুন।
পরিবার: প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন আজ। সম্পর্ক খুব ভাল থাকবে। এবং পারিবারিক জীবনে আজ আপনি স্পেশাল কিছু করতে পারবেন। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী মনের কথা খুলে বলতে পরস্পরের কাছে কোনও দ্বিধা করবেন না। মন খুলে কথা বলুন। আজ আপনারা ভাল শপিং করতে পারবেন। কোথাও ছোট করে ঘুরতে যেতে পারেন।
শিক্ষা: মেডিক্যাল এবং আইটির স্টুডেন্টদের জন্য আজ স্বপ্ন পূরণ করার দিন। খেলোয়াড় এবং শিল্পীদের জন্য আজ দিন বেশ ভাল যাবে। নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য লাগাতার পরিশ্রম করে যান।
স্বাস্থ্য: আজ আপনার জ্বর সর্দি কাশির মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই বৃষ্টিতে ভিজবেন না। সতর্ক থাকুন আগের থেকে। আজ আপনার জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা হল ৮।