ধনু রাশি (Sagittarius) – মনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। হাসি মুখ বজায় রাখতে হবে আপনাকে। ব্যবসায় নতুন টেকনিক ব্যবহার করে অধিক লাভ করতে পারবেন।
কাজের জায়গায় প্রমোশন এর সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে রোমান্টিক সময় কাটাতে পারবেন আপনি। সামাজিক কাজে লাভবান হবেন আপনি। ছাত্রছাত্রীরা অধিক পরিশ্রম করবেন।
পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্রাভেল করতে হতে পারে। তবে এই ট্রাভেল করার সময় আপনার নথি বা ডকুমেন্ট সামলে রাখতে চেষ্টা করুন। কারোর উপর আজ চোখ বন্ধ করে ভরসা করা ঠিক হবে না। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার শুভ সংখ্যা হল ৭।
মকর রাশি (Capricorn AJker Rashifal) – আজ নতুন নতুন সম্পর্ক তৈরি হতে পারে। কোন কাজে তাড়াহুড়ো করতে যাবেন না। আজ নিজের কাজে মন দিতে হবে আপনাকে।
বাত বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ কাজের জায়গায় ব্যস্ত থাকার কারণে পরিবারের সময় দিতে পারবেন না। এর কারণে দিনের শেষে আফসোস হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৬।