ধনু রাশি (Sagittarius Ajker Rashifal) – নতুন কিছু শেখার চেষ্টা করুন। যারা খাদ্য, পানীয়, ইভেন্ট ম্যানেজমেন্ট, হোটেল, স্পা, সেলুন, জিম, রেস্তোরাঁ, সার্ভিস প্রদান সংস্থা, ফ্রিল্যান্সার ইত্যাদির কাজ বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দিনটি কিছুটা প্রতিকূল থাকবে।
কাজের জায়গায় সিনিয়রদের কারণে কিছুটা ডিস্টার্ব বোধ করবেন। কোন জরুরী কাজের জন্য আজ আপনাকে ট্রাভেল করতে হতে পারে। কাজের জায়গায় অন্যদের সাহায্য করতে চেষ্টা করুন।
কাজের জায়গায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন না। আগের করা ভুলের কারণে আপনাকে পস্তাতে হতে পারে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করতে পারেন।
বুকের সমস্যা, হার্টের সমস্যা, রক্তচাপ জনিত সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। ছাত্রছাত্রীরা আজ অলসতা দূর করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ১।
মকর রাশি (Capricorn Doinik Rashifal) – ছোট বা বড় ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চেষ্টা করুন। ইলেকট্রনিক্স, কম্পিউটার, সফটওয়্যার, ডেভলপার, আইটি প্রফেশন ইত্যাদির ব্যবসা বা কাজের সঙ্গে যারা যুক্ত তারা লাভ পাবেন।
নতুন ক্লায়েন্ট পেতে পারেন। কাজের জায়গায় নিজের কাজের মাধ্যমে অন্যদের আকৃষ্ট করতে পারবেন। স্যালারি বৃদ্ধির জন্য বস বা আধিকারিকদের সঙ্গে কথা বলা যেতে পারে। বাবা বা মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। খরচ কমাতে চেষ্টা করুন।
ছাত্রছাত্রীরা যে কাজে বেশি রুচি রয়েছে সেই কাজ করতে চেষ্টা করুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ভালো সময় কাটাতে পারবেন। নেশা করে গাড়ি চালাতে যাবেন না। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৯।