2ধনু রাশির আজকের রাশিফল
ধনু রাশি (Sagittarius): আজ বাবা বা পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এবং তার ফলে আপনি বেশ ভাল অনুভব করবেন।
ব্যবসা: ব্যবসায় আজ আপনি নতুন কোনও পরিস্থিতির মুখে পড়তে পারেন। নিজের বল বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করুন দেখবেন আপনি ঠিক উতরে যাবেন।
চাকরি: কাজের জায়গায় আজ পরিস্থিতি আপনাকেই ভাল করতে হবে। হঠাৎ করে আজ বড় কোনও কাজ আপনার হাতে এসে যেতে পারে। যে দায়িত্ব পাবেন তা সঠিক ভাবে সম্পন্ন করুন। তা মাথায় চেপে যেন না বসে। বেতন বৃদ্ধির জন্য আজ বসের সঙ্গে কথা বলতে পারেন। তবে ভেবে চিন্তে।
পরিবার: পরিবারে সঙ্গে আজ সন্ধ্যায় ভাল সময় কাটাতে পারবেন। মিউজিক বা অন্য কোনও বিনোদনে মন ভাল হবে। প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর জন্য আজ স্পেশাল কিছু করতে চাইলে সফল হবেন।
শিক্ষা: তথ্যপ্রযুক্তি আইনের শিক্ষার্থীদের জন্য দিন আজ বেশ ভাল যাবে। চেষ্টা করুন আজ সময়ে সব কাজ শেষ করার।
স্বাস্থ্য: আজ পরিবারের কারোর শরীরিক পরিস্থিতির উন্নতি হবে। তার ফলে আপনার মনও বেশ খুশিতে ভরে উঠবে। আজকের আপনার জন্যে শুভ রঙ হল লাল এবং শুভ সংখ্যা হল ৪।