1ধনু রাশির আজকের রাশিফল
ধনু রাশি (Sagittarius Ajker Rashifal): মায়ের শরীর ভাল রাখার জন্য় প্রার্থনা করুন। না হলে তাঁর শরীর আজ খারাপ হতে পারে। আগে থেকে সতর্ক হোন।
ব্যবসা: ব্যবসায় যাঁরা ম্যানেজমেন্ট এবং আর্থিক দিক ভাল ভাবে নজর দেন তাঁদের ব্যবসা আজ ভাল চলবে। ডেটা হোক বা কোনও দামি জিনিস আজ সামলে রাখুন। চুরি হয়ে যেতে পারে।
চাকরি: অফিসের পেন্ডিং কাজ নতুন ভাবে শুরু করে দ্রুত শেষ করুন। না হলে কাজের চাপ বাড়তে থাকবে। এবং আপনার আলস্য এবং দীর্ঘ সূত্রিতার কারণে আপনার সমস্যা বাড়তে পারে।
পরিবার: পারিবারিক জীবন আজ আপনার শান্তই থাকার কথা তবে আপনার কথাবার্তার দ্বারা তাতে আশান্তি আসতে পারে। তাই নিজের কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।
শিক্ষা: আইন এবং ম্যানেজমেন্টের পড়াশোনা করছেন যাঁরা তাঁদের জন্য দিন আজ ভাল যাবে।
স্বাস্থ্য: কোনও রকম নেশা থাকলে তা ছাড়ার চেষ্টা করুন। না পারলে আজ যতটা সম্ভব কমিয়ে ফেলুন। কারণ আজ আপনার নেশার জন্য সমস্যা বাড়বে। আজ ভাল করে ঘুমানোর চেষ্টা করুন। আজ হাঁটু বা গাঁঠের ব্যথা আপনাকে সমস্যায় ফেলবে। শুভ সংখ্যা ও শুভ রঙ জানতে আমাদের এই ওয়েবসাইটের শুভ সংখ্যা ও শুভ রঙ এর মেনুতে যান।