ধনু ও মকর রাশির আজকের রাশিফল ১৯ আগস্ট

Sagittarius and Capricorn daily Horoscope in Bengali 3 December 2023

1ধনু রাশির আজকের রাশিফল

ধনু রাশি (Sagittarius): আজ আপনি রাজনীতি থেকে দূরে থাকুন। এবং সেই সঙ্গে চেষ্টা করুন আপনার পিছনে যাঁরা কথা বলেন বা নিন্দা করেন তাঁদের দিকে বেশি মনোযোগ না দিতে।

ব্যবসা: আজ আপনি নিজের ব্যবসার জন্য বড় প্রজেক্ট বা বাড় কোনও বিনিয়োগ পেয়ে যেতে পারেন। তাই আপনার আর্থিক চিন্তা দূর হবে। এবং ব্যবসায় আরও ভাল করে মন দিতে পারবেন আজ।

চাকরি: আজ অফিসে ভুলভাল চিন্তা থেকে দূরে থাকুন। সেই সঙ্গে দূরে থাকুন সেই সব লোকজন থেকে যাঁরা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে চলেন, কথা বলেন। বিরোধীদের দিকেও বেশি নজর বা মনোযোগ দেওয়ার দরকার নেই। আপনি নিজের কোনও কাজের জন্য যদি কারোর কাছে টাকা চান তবে তা পেয়ে যেতে পারেন। আপনি নিজের স্কিল কোয়ালিটি এবিলিটি আরও উন্নত করার চেষ্টা করুন।

পরিবার: বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সেই সঙ্গে পরিবারের ছোট যাঁরা তাদের শারীরিক অবস্থার দিকেও মনোযোগ দেওয়া খুব প্রয়োজন। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কোনও মনমালিন্য হয়ে থাকলে তা দূর করুন। এবং পারলে বিকেলে লং ড্রাইভে বেরিয়ে পড়তে পারেন দু’জনে।

শিক্ষা: স্টুডেন্ট আর্টিস্ট এবং প্লেয়াররা আজ চেষ্টা করুন আরও বেশি করে পরিশ্রম করার। তবেই আপনি ভাল ফল পাবেন। আপনার শ্রেষ্ঠ প্রচেষ্টাই শ্রেষ্ঠ ফলাফল দেবে আপনাকে।

স্বাস্থ্য: স্বাস্থ্য মোটের উপর ভালই থাকবে আপনার। তবে অন্য কারোর কাছ থেকে যাতে কোনও সংক্রামত ব্যাধিতে আক্রান্ত না হন সে দিকে নজর রাখতে হবে।

আজ মেরুন রং আপনার জন্য শুভ এবং ৮ আপনার জন্য শুভ সংখ্যা। ইংরেজির R অক্ষরটি আপনার জন্য শুভ ফল দেবে।

Back

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here