ধনু রাশি- আজ মনকে শান্ত রাখার চেষ্টা করুন। কাজের জায়গায় অধিক চাপ থাকবে আপনার উপর। তাই আরাম করার সুযোগ খুবই কম পাবেন। যারা চাকরির সন্ধান করছেন তারা লাভ পাবেন।
ব্যবসায় লাভের জন্য কোন অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে যাবেন না। আজ নৈতিক মূল্য পালন করার চেষ্টা করুন। নিজের কর্তব্যে অবিচল থাকতে চেষ্টা করুন। ছাত্র-ছাত্রীদের সফলতা পেতে অলসতা ত্যাগ করতে হবে।
আজ খারাপ অভ্যাস ত্যাগ করতে চেষ্টা করুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে আজ আপনার পক্ষে দিন থাকবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কোন কাজে প্রশংসা পেতে পারেন আপনি। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।
মকর রাশি – খরচ কম করতে চেষ্টা করুন। অফিসিয়াল কাজে ধৈর্য বজায় রাখুন। বিরোধীদের আজ পরাস্ত করতে পারবেন আপনি। আজ কম্পিটিশন বাড়বে বলা যায়। ব্যবসায় বিশেষভাবে চিন্তা করে আপনাকে এগোতে হবে।
আজ কাউকে ধার থেকে এবং কারোর থেকে ধার করা থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে বাদ বিবাদ বাড়তে পারে। বাবা মায়ের সঙ্গে মতের মিল যাতে হয় সে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল হলুদ এবং শুভ সংখ্যা হল ৯।