1ধনু রাশির আজকের রাশিফল
ধনু রাশি (Sagittarius): পরিবারের সুখ সুবিধার দিকে নজর দিন। তাঁদের সুখ সুবিধায় কোনও খামতি থেকে যাতে না যায় তার দিকে নজর দিন।
ব্যবসা: ব্যবসায় আজ কিছু সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। টাকা পয়সা ফেঁসে যাওয়া কারোর কাছে ধোঁকা আপনার মরাল কিছুটা ডাউন করতেু পারে। তাই আজ কারোর উপর প্রয়োজনের বেশি বিশ্বাস করতে যাবেন না।
চাকরি: কাজের জায়গায় নিজের ভয় চিন্তা দূর করতে কাছের কারোর উপর ভরসা করতে পারেন। কাজের জায়গায় কিছু সমস্যা আসবে। এবং সেই সমস্যা আর্থিক জটিলতাও তৈরি করতে পারে আপনার কাছে।
পরিবার: পরিবারে যদি অন্য দুই সদস্যের মধ্যে কোনও সমস্যা হয়ে থাকে তবে তাতে আপনি ইন্ধন দেওয়ার চেষ্টা করবেন না। মৌন থেকে তাঁদের ঝগড়া মেটানোর চেষ্টা করতে হবে আজ। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজ মনের কথা আপনি শেয়ার করতে পারেন।
শিক্ষা: ইঞ্জিনিয়ারিং মেডিক্যালের স্টুডেন্টদের জন্য ভবিষ্য়তের পরিকল্পনা তৈরি। আপনার কাজ সাধারণের থেকে ভাল গতিতে এগিয়ে যাবে।
স্বাস্থ্য: স্বাস্থ্যের উপর আপনার আজ আরও বেশি করে নজর দেওয়ার দরকার আছে। এমনও হতে পারে আপনি সম্পূর্ণ রূপে সফল হতে পারলেন না। তবে আপনি ভাল খাওয়া দাওয়া এবং ঘুমানোর সুযোগ পেলে তা পূরণ হয়ে যেতে পারে।