মীন রাশি: শারীরিক এবং মানসিক চাপ থেকে আজ আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। যে যুবক আজ নিজের কেরিয়ার নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা অথচ নিতে পারছে না তিনি টস করে নিতে পারেন। তাতে দ্বিদ্ধাও দূর হয়ে যাবে। সিদ্ধান্তও আপনার পক্ষে যাবে। আজ আপনি কোনও শুভ সংবাদ পাবেন।
ব্যবসা: যাঁরা ব্যবসা করেন তাঁদের জন্য দিন শুভ। বিক্রিবাটা বাড়বে। সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের প্রচার করুন।
চাকরি: অফিসে মিটিয়ের ধুম পড়তে পারে। আজ আপনি নিজের কাজে ফোকাস করে কাজ করলে সময়ের আগেই কাজ শেষ করতে পারবেন। এবং তার ফেল দ্রুত অফিস যেতে যদি বেরতে পারেন তবে নিজের ফ্যাশন প্যাশনের জন্য কিছুটা সময় বার করতে পারবেন।
পরিবার: পারিবারিক সদস্যদের কাউকে আপনি কোনও কটু কথা বলতে পারেন। তাঁর মনে আঘাত দিতে পারেন। মনোমালিন্য মতভেদ বৃদ্ধি পেতে পারে। আপনাকেই সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত জীবনে আজ কিছু শপিং করার সুযোগ আসবে।
শিক্ষা: ছাত্রছাত্রী শিল্পী এবং খেলোয়াড়দের ক্ষেত্রে দিন ভাল যাবে। আজ পরিশ্রম করুন। সেই সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তবেই আপনি সাফল্য পাবেন।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে চিন্তার কারণ নেই। চেষ্টা করুন সবার সঙ্গে ভাল ভাবে মিশতে। তাতে আপনার মনও ভাল থাকবে, শরীরও। আজকের শুভ রং ও শুভ সংখ্যা ৮ নভেম্বর