মীন রাশি: বাড়তে থাকা ঋণ এবং খরচ থেকে আপনি সাবধান হয়ে যান। না হলে তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। সামাজিক এবং রাজনৈতিক স্তরে পরিশ্রম করতে হতে পারে। তবে আজ হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি করার চেষ্টা করুন।
ব্যবসা: ব্যবসায় হতে পারে আজ অর্থ, ম্যান পাওয়ার প্রযুক্তিগত কারণ আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা বাড়তে পারে।
চাকরি: কাজের জায়গায় আপনি নিজেই নিজের কাজের খামতি দেখতে পাবেন। তাকে ঠিক করার চেষ্টা করুন। নিজের কাজ আগের থেকে আরও উন্নত করার চেষ্টা করুন রোজ রোজ।
পরিবার: প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্য়ে আজ যেন শুধু প্রেম ভালবাসার কথা হয়। এমন কোনও কথা আজ তুলতে যাবেন না যাতে ঝগড়ার সামান্যতম যোগ রয়েছে।
শিক্ষা: শিল্পী শিক্ষার্থী এবং খেলোয়াড়রা আজ নিজের নিজের কাজ সময় থাকতে থাকতে শেষ করুন। না হলে তা চিন্তা বাড়াতে পারে আপনার।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিক থেকে দিন আপনার পক্ষে নেই। ভাইরাল ফিভার বা গলার সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে।