মীন রাশির আজকের রাশিফল ২০ নভেম্বর

Pisces Rashifal in Bengali 1 December

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

মীন রাশি: আজ আইনি মারপ্যাঁচ আপনিও শিখে রাখুন। প্রযুক্তি নিয়েও কিছু জ্ঞান অর্জন করে রাখা ভাল। যাতে আপনাকে কারোর সামনে হাত পাততে না হয় এই সব বিষয়ে। রাজনৈতিক দিক থেকে বা শুভ মাঙ্গলিক কাজের দিক থেকে দেখতে গেলে আজ আপনার দায় দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে। 

ব্যবসা: ব্যবসায় কিছু সমস্যা সামনে আসবে। আপনাকেই তার সমাধান করতে হবে। তাই আগের থেকে সব কিছু ভেবে মানসিক প্রস্তুতি রাখতে পারলে ভাল হয়।

চাকরি: অফিসে সহকর্মীদের সঙ্গে কোনও বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। যতটা সম্ভব পুরনো কথা ভুলে কাজ করুন। নতুন বিষয় নিয়েও ঝগড়া যাতে না হয় সে দিকে নজর রাখুন। না হলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। ।

পরিবার: প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর উপর বিশ্বাস ভরসা রাখুন। না হলে সমস্যা তৈরি হবে সম্পর্কের মধ্যে। পরিবারের সবার সঙ্গে সময় কাটান বেশি করে। 

শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীরা আজ ডেডিকেশন ডিসিপ্লিন এবং কঠোর পরিশ্রম আপনাকে প্রত্যেক পদক্ষেপে এগিয়ে রাখবে। 

স্বাস্থ্য: স্বাস্থ্য নিয়ে আজ সতর্ক থাকা খুব দরকার। আজ ব্যক্তিগত বা পেশাগত কারণে ভ্রমণ করতে হতে পারে আপনাকে। আবার সেই ভ্রমণ বাতিলের যোগও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here