মীন রাশি (Pisces Monthly Rashifal) – সম্পত্তি বা আর্থিক ব্যাপারে লাভ পেতে হলে ঝগড়া বিবাদ করবেন না। ধৈর্য ও সহনশীলতার সাথে কাজ করতে পারলে তবেই ফল পাবেন। অকারণ খরচ করবেন না।
পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। নতুন আয়ের জন্যে মেহনত করতে হবে। বিনিয়োগ করতে চাইলেও অল্প অল্প করতে পারেন যথাযথ রিসার্চের পর। আয়ের বিকল্প সন্ধান পেতে পারেন। বিদেশি সোর্স থেকে আর্থিক লাভ পেতে পারেন।
শুক্র সম্পর্কিত ব্যবসা, যেমন খাদ্য পানীয়, হোটেল মোটেল, রেস্তোরাঁ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জিম স্পা, পার্লার, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডিজাইনার, ফ্রিল্যান্সার, ফ্যাশন ডিজাইনিং, মাল্টিমিডিয়া, ইত্যাদির কাজে নতুন কনট্র্যাক্ট পেতে পারেন।
যত ট্র্যাভেল করবেন লাভ বেশি পাবেন। মাসের দ্বিতীয় ভাগে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ নথি বা সামগ্রী অফিসে বা বাড়িতে চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় সমস্যা এলেও মুখে হাসি রাখুন।
অন্যথায় আপনার কর্মীরা নিরুৎসাহ বোধ করবে। কাজের জায়গায় স্মার্ট থাকতে হবে। কেউ না কেউ আপনাকে ঠকানোর চেষ্টা বা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা থাকবে। চাকরিতে সুবর্ণ সুযোগ পাবেন, সুযোগের সদ্ব্যবহার করুন।
নতুন চাকরির আবেদন করতে পারেন। কোনো গুরুর পরামর্শ পেতে পারেন। চাকরি প্রার্থী ব্যক্তিরা অপছন্দের হলেও কাজের সুযোগ পাবেন। নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর চেষ্টা করলে ভাল ফল পাবেন। নতুন গ্রাহক পাওয়া বা ট্র্যাভেল করার সুযোগ পাবেন।
এই মাসে আপনার বিশেষ কোন প্রিয় জিনিস পেতে পারেন। পরিবারে যারা অশান্তি করার চেষ্টা করে তাদেরকে দূরে রাখুন। সিঙ্গেল ব্যক্তিরা পছন্দের সঙ্গী পেতে পারেন। বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহ স্থির হতে পারে।
পরিবারে শুভ বা মাঙ্গলিক কাজ হতে পারে। মাসের শেষ দিকে নেগেটিভ কাজের কারণে আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার গোপন কথা সবার সামনে চলে আসতে পারে।
শিক্ষার্থীদের জন্যে তাদের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই খুব ভাল করে ভাবনা চিন্তা করে তবেই কোন সিদ্ধান্ত নিন। টেকনোলজি, আইটির পড়ুয়াদের জন্যে সময় ভাল, তবে মেডিক্যালের জন্যে সময় প্রতিকূল থাকতে পারে।
আপনার মনোযোগে বিঘ্ন সৃষ্টি করতে আশপাশে কিছু লোক থাকবে। তাদের থেকে দূরে থাকুন। এই মাসে শরীর অসুস্থ হতে পারে। বিশেষ করে অ্যালার্জি, পেটের গোলমাল, গোপনাঙ্গের সমস্যা, হতে পারে। যাত্রা করলে অধিক সতর্ক থাকুন।
ড্রিংক করে ড্রাইভ করবেন না। চোট দুর্ঘটনার কবলে পড়তে পারেন। অকারণ ট্র্যাভেল করা বা কোনপ্রকার অ্যাডভেঞ্চার করার থেকে বিরত থাকুন। প্রপার ডায়েট মেনে চলুন।
বন্ধুদের সাথে প্রাকৃতিক স্থানে যাত্রা করতে পারেন। আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সতর্ক থাকুন। অশুভ তারিখ – ৩,৪,১২,১৩,২২,২৩,৩০,৩১।