জন্ম দিন বা জন্ম তারিখ অনুযায়ীও আমাদের ভাগ্য নির্ভর করে অনেকটাই। আপনি কোন দিন জন্ম গ্রহণ করেছেন সেই তারিখ অনুযায়ী ভাগ্যের ওপর প্রভাব পড়ে। ক্যারিয়ার বা কাজ কে প্রভাবিত করে এই জন্ম তারিখ।
আবার কোন বিষয়ে পড়াশুনো ভাল হবে তাও নির্ভর করে এই জন্ম দিনের ওপর। মুলত যে দিন জন্ম গ্রহণ করেছেন সেই দিন কে আপনাকে যোগ করতে হবে। অর্থাৎ ধ্রুন আপনি কোনও মাসের ২৭ তারিখ জন্ম হয়েছেন।
এর ফলে আপনার বেসিক নম্বর হবে ২+ ৭ = ৯। এই ভাবেই হিসেব হবে। দেখে নেওইয়া যাক আপনার ভাগ্য কি বলছে। জন্ম তারিখ অনুযায়ী দেখে নিন আপনার ভাগ্য।