এখন আলোচনা করবো আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার জন্যে কোন পেশা ভালো হবে বা কোন পেশায় গেলে আপনি সফল হবেন।
প্রথমে আপনার জন্ম তারিখ, মাস, সাল মিলিয়ে সংখ্যা নির্ণয় করুন। মোট সংখ্যা আসবে ১ থেকে ৯ এর মধ্যে। উদাহরণ হিসেবে ধরা যাক আপনার জন্ম ৭/১০/১৯৯১ তারিখে, এই ক্ষেত্রে আপনার হিসেব হবে এই রকম –
৭+১+০+১+৯+৯+১=২৮
২+৮ = ১০
১+০ = ১
এই ক্ষেত্রে আপনার জন্যে সংখ্যা হবে ১।
এই হিসেব অনুযায়ী দেখে নিন কোন পেশায় লাভ পাবেন আপনি।
আপনার সংখ্যা ১ হলে – আপনার সংখ্যা ১ হলে আপনি রাজনীতি, মেডিক্যাল ক্ষেত্রে, সৈন্য বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এর সঙ্গে যুক্ত হলে, রেলওয়ে বিভাগ, হোটেল ম্যানেজমেন্ট, পোস্টাল, ইন্সুরেন্স পেশা আপনার জন্য বেশ ভালো হয়।
আপনার সংখ্যা ২ হলে – আপনার সংখ্যা ২ হলে আপনি শিক্ষক, জার্নালিস্ট, একাউন্টস, জাহাজের ক্যাপ্টেন, সুগার মিল, কৃষি ক্ষেত্র, ডান্স, মিউজিক, ডেন্টিস্ট, ফ্যাশন ডিজাইন, মডেলিং, এন্টারটেইনমেন্ট ক্ষেত্রে পেশা বাছলে ভাল লাভ পাবেন।
আপনার সংখ্যা ৩ হলে – আপনার সংখ্যা ৩ হলে আপনি প্রফেসর, টিচার, রাইটার, পুলিশ, আইনজীবী, জর্জ, সচিব, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, নেভি, ম্যানেজমেন্ট, সার্ভিস প্রদান ইত্যাদি পেশায় সফল হবেন।
আপনার সংখ্যা ৪ হলে – আপনার সংখ্যা ৪ হলে জ্যোতিষ, প্রফেসর, বাস্তুকলা, রেলওয়ে, এয়ার হোস্টেস, পাইলট, ট্রান্সপোর্ট, আইটি প্রফেশন, হোটেল ম্যানেজমেন্ট ক্ষেত্রে সফল হবেন আপনি।
আপনার সংখ্যা ৫ হলে – আপনার সংখ্যা ৫ হলে আপনি টুর এন্ড ট্রাভেল, টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, ফাইন্যান্স, শেয়ার বাজার, ইন্সুরেন্স, সচিব, গণিতজ্ঞ, মিউজিসিয়ান, পলিটিক্স, সেলস ক্ষেত্রে পেশা বাছলে সফলতা আসবে।
আপনার সংখ্যা ৬ হলে – আপনার সংখ্যা ৬ হলে আপনি ট্রান্সপোর্ট, ট্যুর এন্ড ট্রাভেলস, টিভি শো, প্রপার্টি, জিওলজি, সামাজিক কাজ, এন জি ও, ট্রাস্ট, এডমিন সার্ভিস ইত্যাদি পেশায় লাভ পাবেন।
আপনার সংখ্যা ৭ হলে – আপনার সংখ্যা ৭ হলে আপনি শিক্ষকতা, ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার, এগ্রিকালচার, সুইমিং, স্পোর্টস, সাংবাদিকতা, ব্যাংকিং, ডাক্তারি সার্জেন্ট, ফাইন্যান্স, গুপ্তচর বিভাগ এই সকল ক্ষেত্রে শুভ ফল পাবেন।
আপনার সংখ্যা ৮ হলে – আপনার সংখ্যা ৮ হলে আপনি ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, জ্যোতিষ, ওকালতি, জিওলজি, কৃষিকাজ, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে সফলতা আসবে।
আপনার সংখ্যা ৯ হলে – আপনার সংখ্যা ৯ হলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ, আইটি প্রফেশন, গুপ্তচর বিভাগ, আর্মি, আর্কিটেক্ট, ফটোগ্রাফি, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া, কোরিওগ্রাফ ইত্যাদি ক্ষেত্রে লাভবান হন।