ব্যবসা –
আগস্ট এর শুরুতে ব্যবসায় গতি আসবে। বেস্ট বিজনেস স্কিল ও জ্ঞান কে কাজে লাগিয়ে লাভ পাবেন। 18 অগাস্ট এর পর আটকে থাকা টাকা ফেরৎ পেতে পারেন। 23 অগাস্টের পর থেকে ব্যবসায় অবহেলা করবেন না, সচেতন থাকুন।
কাজ –
3 থেকে 18 তারিখের মধ্যে যারা ইউটিউবার রয়েছেন, ব্লগার, কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত থাকলে তাদের কেউ ঠকাতে পারে। 16 অগাস্ট এর পর থেকে কাজের জায়গায় উন্নতি হবে। যারা নতুন কাজ খুঁজছেন তারা পেতে পারেন।
7 অগাস্টের পর কাজের জায়গায় কোনো দায়িত্ব পেতে পারেন। 17 অগাস্টের পর কাজের ক্ষেত্রে সফলতা আসবে। তবে শনি বক্রীর কারণে বস বা আধিকারিকদের সঙ্গে বাদ বিবাদের সম্ভাবনা রয়েছে।
কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না। 17 অগাস্টের পর থেকে সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের সমস্যা আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে।
দাম্পত্য জীবন ও লাভ লাইফ ও পরিবার –
জীবন সাথী বা লাভ পার্টনারের সঙ্গে শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। ট্রাভেল করার সুযোগ পাবেন। 7 অগাস্ট থেকে শুক্র বক্রী থাকবে এর ফলে পরিবারে সম্পর্কে ভাঙন ধরতে পারে বা বাদ বিবাদ সামনে আসতে পারে। আবার 23 অগাস্টের পর থেকে বাদ বিবাদ বাড়ার সম্ভাবনা রয়েছে।
সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন। 3 থেকে 18 তারিখের মধ্যে দাম্পত্য জীবনে বা লাভ লাইফে তৃতীয় কেউ আসতে পারে, কেউ ঠকাতে পারে। এমনটা হলে সচেতন হয়ে যান। তবে 18 অগাস্টের পর থেকে রোমান্টিক সময় কাটাতে পারবেন।
শিক্ষা –
6 অগাস্ট পর্যন্ত ছাত্র ছাত্রীরা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। ছাত্র ছাত্রীরা এই মাসের মধ্যে কোনো পরীক্ষা দিলে তার কারণে ভাল ফল করতে পারবেন।
স্বাস্থ্য ও ট্রাভেল –
বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। এলার্জি, মাইগ্রেন, কোনো পুরোনো রোগ দেখা দিতে পারে। ডাক্তার বা মেডিক্যাল ক্ষেত্রে খরচ বাড়তে পারে। 3 থেকে 18 তারিখের মধ্যে শারীরিক সমস্যা বাড়তে পারে। ট্রাভেল করতে পারেন আপনি।
যে দিন গুলোতে আপনাকে সচেতন থাকতে হবে – 5, 6, 14, 15, 16, 24, 25 তারিখ
শুভ দিন – 1, 2, 6, 7, 8, 22, 23, 28, 29, 17, 18, 19, 20 তারিখ