মঙ্গল কন্যা রাশিতে ১৮ আগস্ট প্রবেশ করেছে। সেখানে থাকবে ৩ অক্টোবর পর্যন্ত। মঙ্গলকে ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, সফটওয়্যার, টেকনোলজি ইত্যাদির কারক গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে।
এছাড়াও পুলিশ, ফৌজ, প্রশাসন এর কারক গ্রহ হিসেবে কাজ করে মঙ্গল। জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গলকে মিশ্র গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই গ্রহ আপনার যেমন লাভ কড়ায় আবার লোকসানও করায়।
মঙ্গল শারীরিক শক্তি, আত্ম বিশ্বাস, অহংকার, ক্রোধ, বীর, সাহস ইত্যাদি গুণের ওপর নিয়ন্ত্রণ করে থাকে। মঙ্গলের খারাপ প্রভাবের কারনে রক্ত সংক্রান্ত সমস্যা দেখাদেয়। পেশি সংক্রান্ত সমস্যা দেখা দেয়।
আসুন জেনে নেওয়া যাক আপনার ওপর মঙ্গলের এই পরিবর্তন কি প্রভাব ফেলবে –