ব্যবসা ও অর্থনীতি – এই বছর ১৭ জানুয়ারি আপনার রাশিতে শনির আড়াই চাল সমাপ্ত হবে। তাই শনি সংক্রান্ত ব্যবসা যথা লোহা, আকরিক, বিল্ডিং মেটিরিয়াল, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্টেশন, প্রপার্টি, মাইনিং, তরল পদার্থ, কয়লা, ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল, মেশিনারি ইত্যাদির ব্যবসায় খুব ভাল লাভের সম্ভাবনা রয়েছে।
সরকারি ঠিকাদারি কাজে নতুন টেন্ডার বা অর্ডার পেতে পারেন। বছরের প্রথম ভাগে আপনাকে যথাসাধ্য পরিশ্রম করতে হবে। প্রথম চার মাসের মধ্যে শেয়ার মার্কেট, মিউচ্যুয়াল ফান্ড, সম্পত্তি বা জায়গা জমিতে ভাল ডিল পেতে পারেন। একই সঙ্গে মিডিয়া, এন্টারটেনমেন্ট, ফ্যাশন প্যাশন বা হবি সংক্রান্ত কাজেও ভাল ফল লাভের আশা করা যায়।
তবে নিজের কাজে আইনি জটিলতা যাতে না আসতে সেই দিকে নজর রাখতে হবে। কারণ আপনারই কাছের কোন মানুষের কারণে আর্থিক বা অন্যান্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার দু তিনজন কর্মী কাজ ছেড়ে যেতে পারেন। আপনার খুব কাছের কোন মানুষ আপনাকে ঠকাতে পারে। বিশেষত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে সমস্ত কাজ নিজের তত্ত্বাবধানে করার চেষ্টা করুন।
জুলাই থেকে অক্টোবরের মধ্যে আপনার ইনোভেটিভ বা ক্রিয়েটিভ আইডিয়া খুব প্রখর থাকবে। বিভিন্ন কাজে এই সময় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল থাকবে। অক্টোবর নভেম্বর মাসে আইটি ক্ষেত্রে কাজে খুব ভাল লাভ পাবেন। এই সময়ে ইনভেস্ট করা বেশি শুভ হবে। একসাথে একাধিক ব্যবসা শুরু করতে পারেন। রেন্টাল ইনকামে আয় ও লাভ বাড়তে পারে।
চাকরি ও প্রফেশন – বছরের প্রথম চার মাসে চাকুরীজীবিদের জন্যে সময় খুব ভাল কাটবে। নিজের কাজের দ্বারা বসকে খুশি করতে পারবেন। কাজের সূত্রে দেশ বিদেশে যাত্রা করবেন। নিজের কাজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। মার্চ এপ্রিল মাসে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে। আগস্ট সেপ্টেম্বর মাসে কাজের সূত্রে ট্র্যাভেল করতে পারেন।
এই সময়ে চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা পছন্দের জায়গায় ট্রান্সফার পেতে পারেন। স্বামী স্ত্রী মিলিতভাবে ব্যবসা বা চাকরি শুরু করলে খুব ভাল ফল পেতে পারেন। এই কাজ ২৫ জুলাইয়ের পর শুরু করলে বেশি ভাল ফল পাবেন। নভেম্বর ডিসেম্বর মাসে চাকরি পরিবর্তন করতে পারেন।
ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার, স্বনিযুক্ত ব্যক্তিরা আরো বেশি লাভ পাবেন। কাজে সাফল্যের কারণে আপনার মধ্যে অহঙ্কার আসবে, যা ক্ষতি ডেকে আনবে। একই সাথে আপনার মধ্যে অকারণ বা অজ্ঞাত কারণে ভয় দেখা দিতে পারে।
পারিবারিক ও ব্যক্তিগত জীবন – পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে হবে। নিজের বাড়ি, গাড়ি বা সম্পত্তির স্বপ্ন পূরণ হতে পারে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের আয়োজন হতে পারে। এই বছর লাভ পার্টনারকে লাইফ পার্টনার বানানোর ক্ষেত্রে ভাল করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন। লাইফ পার্টনারের সাথে ব্যবসা শুরুর পূর্বে সবদিক বিবেচনা করে দেখুন।
পরিবারে কিছু ঝামেলা হতে পারে। জুলাই আগস্ট মাসে পরিবারে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বছরের মাঝে নতুন কোন ব্যক্তি আপনার জীবনে আসতে পারে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করতে পারেন। নভেম্বর ডিসেম্বর মাসে আপনার ক্রিয়েটিভিটি খুব ভাল থাকবে। বিশেষত গৃহবধূরা এই সময়ে নিজের প্রতিভার সুবিচার করে আয়ের নতুন সোর্স খুঁজে পাবেন।
শিক্ষা – এই বছর মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং ল এর শিক্ষার্থীদের জন্যে সময় ভাল কাটবে। ছাত্র ছাত্রীরা পরীক্ষায় ভাল ফল লাভ করবেন। তবে খারাপ সঙ্গে পড়ার ব্যাপারে সচেতন থাকুন। বাবা মা এবং গুরুজনদের পরামর্শ অনুযায়ী কাজ করুন। বছরের মাঝে কোন ভুল সিদ্ধান্ত নিতে পারেন।
মে জুন মাসে প্লেয়ারদের জন্যে সময় খুব ভাল কাটবে। পড়াশুনার সাথে অন্যান্য কাজে অংশ নিয়ে সাফল্য লাভ করতে পারেন। এই বছর আপনার মধ্যে বুদ্ধি খুব তীক্ষ্ণ থাকবে। কোন গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে বা বিদেশে পড়ার আবেদন করার সময় কোন ভুল আপনার দ্বারা হতে পারে, সতর্ক থাকুন।
স্বাস্থ্য ও ট্র্যাভেল প্ল্যান – অজ্ঞাত ভয় বেশি থাকবে। নিজের শারীরিক বা মানসিক সুস্বাস্থ্যের জন্যে হেলদি ডায়েটের দিকে নজর দিতে হবে। এই বছর ১১-১২ বার পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্র্যাভেল করতে হতে পারে।