তুলা রাশি: আয় কী ভাবে বাড়ে, আটেক থাকা টাকা কী ভাবে উদ্ধার হবে, অর্থ সংক্রান্ত সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা নিয়ে আজ চিন্তা করুন। আজ আপনার লক্ষ্য কী তা সকাল সকাল ঠিক করে নিন। এবং সেই মতো নিজের কাজ প্রতি পদক্ষেপে দেখতে দেখতে এগিয়ে যান।
ব্যবসা: ব্যবসায়ীদের জন্য এই উৎসবের মরসুমে হঠাৎ করে বেশি মুনাফার সম্ভাবনা দেখা দেবে। সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন। আটকে থাকা অর্থ আজ হাতে চলে আসবে। বিগত দিনে কোনও ভাল বিনিয়োগ করে থাকলে তা থেকে লাভ পাবেন।
চাকরি: কাজের জায়গায় আপনার সিরিয়াস মানসিকতা এবং ঠিকঠাক বা ভাল কথাবার্তা সবার সামনে আপনার মন সম্মান বৃদ্ধি করবে। পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে আজ। আপনি আজ কথা বলার পাশাপাশি ড্রেসিং সেন্স ঠিক রাখুন।
পরিবার: নতুন প্রজন্ম আজ যাঁদের প্রয়োজন এমন কারোর উপকার করার সুযোগ পাবেন। এমনকি আপনারও যদি কোনও হেল্প লাগে তা আপনি পাবেন। তবে যতক্ষণ খুব প্রয়োজন না হলে কারোর সাহায্য চাইতে যাবেন না। কেরিয়ারে এগিয়ে যেতে আজ আপনি জীবন সঙ্গী বা সঙ্গীনির সাহায্য পাবেন।
শিক্ষা: ছাত্রছাত্রী খেলোয়াড় এবং শিল্পীরা আজ চেষ্টা করুন যাতে নিজের কাজটা সবার আগে শেষ করতে পারেন। এবং পরিশ্রমের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কও করুন।
স্বাস্থ্য: আজ পেশাগত বা ব্যক্তিগত কারণে যাত্রা করতে হতে পারে। সতর্ক থাকুন রাস্তায় বেরিয়ে। আজকের শুভ রং ও শুভ সংখ্যা ৮ নভেম্বর