তুলা রাশি: ভাই বোনের সঙ্গে তালমেল ভাল রাখুন। মা বাবা তাতেই খুশি হবেন যে তাঁদের সন্তানদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে। আপনি আজ জীবনে সাফল্যের কোনও পথ খুঁজে পাবেন।
ব্যবসা: ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তবে তার পর আপনাদের সব কাজ সাফল্যের সঙ্গে উতরে যাবে। আজ এমনিতেই কিছুটা চিন্তা থাকবে। তাই যাঁরা অযতা চিন্তা দেন তাঁদের থেকে দূরে থাকুন।
চাকরি: চাকুরিজীবী বা যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের চাকরি নিয়ে ভাল কোনও খবর আসতে পারে।
পরিবার: ঘরের বড়রা যদি আজ আপনাকে কোনও পরামর্শ দেন তবে তা মেনে চলুন। বড়দের মতামত আজ আপনার প্রচুর কাজে দেবে। এবং তাতেই আপনার ভাল হবে।
শিক্ষা: স্টুডেন্ট আর্টিস্ট এবং প্লেয়ার আজ ঘোরাফেরা বা বাজে কাজে সময় বেশি করে নষ্ট করে ফেলবেন। তার ফলে আপনি নিজের আসল কাজই করতে পারবেন না। তাই আগের থেকে সতর্ক থাকুন।
স্বাস্থ্য: স্বাস্থ্য এমনতি ঠিকই থাকবে। নতুন করে কোনও সমস্যা দেখা দেবে না। তাই চিন্তার কোনও কারণ নেই। চেষ্টা করুন নিয় মেনে চলার। আজকের শুভ সংখ্যা ও শুভ রং ৭ নভেম্বর