তুলা রাশি (Libra Horoscope): আজ সকালেই আপনার সারা দিনের পরিকল্পনা করে ফেলুন। আপনি চিন্তা ভাবনা করুন আর্থিক বা অন্য ভাবে আপনি কী ভাবে লাভ পেতে পারেন। আজ যে কোনও ক্ষেত্রে লাভের জন্য় আপনি পরিকল্পনা তৈরি করুন। এবং সেই মতো কাজ করুন।
ব্যবসা: ব্যবসায় আটকে থাকা কাজ উদ্ধারের জন্য আজ আপনাকে সময়ে সব কাজ শেষ করার দিকে নজর দিতে হবে। না হলে আপনিও কাজ করে আনন্দ পাবেন না। সামাজিক স্তরে আপনি লোকদেখানো বিষয় থেকে দূরে থাকুন। নিজেও তা করতে যাবেন না।
চাকরি: বুধের পরিবর্তনের ফলে আপনার কাজের জায়গায় দিন ভাল যাবে। আপনার কাজের প্রশংসার সঙ্গে সঙ্গে বোনাস বা প্রমোশনও হতে পারে।
পরিবার: পরাক্রম এবং শুক্ল যোগের কারণে পরিবারের কোনও বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে। পরিবারের সঙ্গে আজ আপনার ভ্রমণ বা ভ্রমণের কোনও পরিকল্পনা হতে পারে। আগামী উৎসবের দিনের জন্য আজ কোনও শপিং হতে পারে।
শিক্ষা: বুধ পরিবর্তনের ফলে স্টু়ডেন্ট আর্টিস্ট এবং প্লেয়ারদের ক্ষেত্রে দিন বেশ ভাল। সময় নষ্ট করতে যাবেন না আজ।
স্বাস্থ্য: স্বাস্থ্যের দিকে আপনাকে কিছুটা হলেও আজ সতর্ক থাকতে হবে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তন থেকে সতর্ক থাকুন।