তুলা রাশি: আজ হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আজ হঠাৎ করে ভ্রমণের যোগ রয়েছে আপনার। এমনকি আজ হঠাৎ করে কিছু টাকাও পেয়ে যেতে পারেন। আপনার আটকে থাকা কাজও আজ উদ্ধার হতে পারে। সামাজিক স্তরে আজ আপনার খরচ বৃদ্ধি পাবে। হতে পারে লোক দেখানো কোনও কাজ করতে গিয়ে আপনার খরচ বাড়তে পারে।
ব্যবসা: আরও ভাল আর্থিক ম্যানেজমেন্টের দ্বারা আজ আপনি নিজের আয় আরও বাড়ানোর চেষ্টা করুন।
চাকরি: বুধাদিত্য এবং পরাক্রম যোগের ফলে কাজের জায়গায় চাকরি পরিবর্তন করা বা চাকরিতেই কোনও পরিবর্তন আনা অথবা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হবে। চাকুরিজীবীদের জন্য আজ দিন বেশ ভাল।
পরিবার: প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন আপনি। এবং পুরনো স্মৃতিকে তরতাজা করার সুযোগ আসবে আপনার সামনে।
শিক্ষা: শিল্পী শিক্ষার্থী এবং খেলোয়াড়রা নিজের নিজের কাজ নিয়ে সিরিয়াস হয়ে যান। না হলে সাফল্য পাবেন না। আর সিরিয়াস হয়ে গেলে আপনাকে কেউ আটকাতে পারবে না আজ।
স্বাস্থ্য: ব্যক্তিগত বা পেশাগত কারণে আজ আপনাকে ভ্রমণ করতে হতে পারে। তবে সতর্ক থাকবেন।