তুলা রাশি: সন্তানদের আজ মা বাবার সঙ্গে বেশি সময় কাটানো এবং তাঁদের খেয়াল রাখার দরকার আছে। এবং বাবা মায়ের উচিত সন্তানরা কার সঙ্গে মিশছে কী করছে সে দিকে বেশি করে নজর রাখুন। সবাই সবার সঙ্গে মন খুলে কথা বলুন। সামাজিক এবং রাজনৈতিক স্তরে আপনার জন্য করা কাজ আপনার প্রশংসা এনে দেবে।
ব্যবসা: আজ গ্রহের আবস্থান আপনার পক্ষে থাকবে। যার ফলে আপনার বুদ্ধি ভাল কাজ করবে। আপনার মাথায় ইনোভেটিভ আইডিয়া আসবে। নতুন মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন করে আরও বেশি মুনাফা পাইয়ে দেবে।
চাকরি: কাজের জায়গায় আপনার বেতন বৃদ্ধি পেতে পারে আজ আপনার কাজের জন্য। সহকর্মীদের মধ্যে সম্পর্ক মজবুত হবে।
পরিবার: পরিবারের সমর্থনে আপনার মনে খুশি আসবে। আমাদের সব থেকে বড় পাঠশালা আমাদের পরিবার। সেখান থেকে আজ ভাল কিছু শিখতে পারবেন। প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গী আজ যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবেন।
শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীরা আজ শুধু নিজের নিজের কাজে বেশি করে মন দিন। তাতেই আপনার লাভ।।
স্বাস্থ্য: স্বাস্থ্য আজ আপনার ভাল থাকবে। বিশেষ কোনও সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না।