তুলা রাশি – নিজের সম্পত্তি দেখাশুনার চেষ্টা করুন। কাজের জায়গায় দিনটি গতানুগতিক থাকবে। ব্যবসায় জরুরী কাজ আগে শেষ করতে চেষ্টা করুন। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে।
সন্তানের শিক্ষার দিকে বিশেষ নজর দিন। আজ দৈনিক শরীর চর্চা শুরু করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ১।
বৃশ্চিক রাশি – আজ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভ পাবেন। মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। কাজের জায়গায় আজ সুযোগ পাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন।
যারা কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত তারা লাভ পাবেন। ছোট কোন রোগ অসুখ হলে তা ইগনোর করবেন না। আজ আপনার জন্য শুভ রঙ হলো সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।
ধনু রাশি – আজ কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করতে যাবেন না। নতুন কোনো সম্পর্কে জড়াবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে। আজ কাজের জায়গায় কিছু পরিবর্তন করতে চাইলে করে ফেলতে পারেন।
আজ আপনার মুড সুইং হতে পারে। ব্যবসায়িক নতুন কোন অফার দিতে চেষ্টা করুন। অলসতা দেখা দিতে পারে। সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজ আপনার জন্য শুভ রং হল মেরুন এবং শুভ সংখ্যা হল ৬।