তুলা রাশি – আজ বিনিয়োগের মাধ্যমে লাভ পেতে পারেন। ব্যবসায় লাভ পেতে পারেন। তবে ব্যবসায় অর্ডার সময়ের মধ্যে কমপ্লিট করতে চেষ্টা করুন। কাজের জায়গায় পজেটিভ এনার্জি বজায় রাখতে পারবেন।
আজ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। স্বাস্থ্য নিয়ে দিনটি ভালো থাকবে বলা যায়। হাসিমুখ বজায় রাখতে চেষ্টা করুন। ছাত্র-ছাত্রীদের চেষ্টায় আজ কিছু ঘাটতি থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ১।
বৃশ্চিক রাশি – মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মানসিক অশান্তি, ফ্রাস্টেশন, ইরিটেশনে ইত্যাদি দেখা দিতে পারে। ব্যবসায় অধিক প্রয়াস করুন। অহেতুক সময় অপচয় করতে যাবেন না। কাজের জায়গায় উচ্চ পদের জন্য আপনাকে অধিক প্রয়াস করতে হবে।
আপনার কাজের ধরনের অনেক আকৃষ্ট হতে পারে। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা সচেতন থাকুন। ছাত্র-ছাত্রীদের আরো বেশি পরিশ্রম করতে হবে। আজ আপনার জন্য শুভ রঙ হলো নীল এবং শুভ সংখ্যা হল ৮।
ধনু রাশি – ব্যবসায় আজ কম্পিটিশন থাকবে। আপনার কোন কাছের মানুষ এ কম্পিটিটর হয়ে উঠতে পারে। আজ টেনশন বাড়তে পারে। কাজের জায়গায় কারোর ফাঁদে পা দেবেন না। কোথাও অহেতুক বিনিয়োগ করে ফেলতে পারেন।
সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার সংযত থাকতে হবে। আজ কাউকে নিজে থেকে কোন পরামর্শ দিতে যাবেন না। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে কোন কথা দিলে সেই কথা রাখতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল লাল এবং শুভ সংখ্যা হল ২।