তুলা রাশি – আজ উৎসাহ থাকবে কাজের জায়গায়। মুখে হাসি বজায় রাখতে চেষ্টা করুন। পারিবারিক ব্যবসায় বৃদ্ধি করতে পারবেন। কাজের জায়গায় উচ্চ পদের জন্য চেষ্টা করতে পারেন।
পরিবারের সুখ সুবিধার জন্য কিছু ক্রয় করতে পারেন। পেশী সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হল সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।
বৃশ্চিক রাশি – আজ নতুন নতুন সম্পর্ক তৈরি হতে পারে। আজ সেভিংস বেশি করতে চেষ্টা করুন। এবং ইনভেস্ট করতে চাইলে সঠিক জায়গায় করুন। গ্রহণ দোষের কারণে সমস্যা বাড়তে পারে। কাজের জায়গায় কাউকে নিয়ে কোন কটুক্তি করতে যাবেন না।
শান্ত থাকতে চেষ্টা করুন ও মৌন থাকুন কাজের ক্ষেত্রে। হার্টের সমস্যা দেখা দিতে পারে। পরিবারে অধিক সময় দিন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে আপনার কোন কথা পার্টনারের খারাপ লাগতে পারে। আজ আপনার জন্য শুভ রঙ হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ১।
ধনু রাশি – ব্যবসার জন্য দিনটি কিছুটা প্রতিকূল। তবে কাজের জায়গায় উন্নতি সম্ভব হবে। কাজের জায়গায় বস বা আধিকারিক আপনার কাজে খুশি হবেন। ছাত্রছাত্রীরা পরিশ্রম করতে পারবেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফ লাইফে কোন সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা সচেতন থাকুন। আজ আপনার জন্য শুভ রং হল কালো এবং শুভ সংখ্যা হল ৯।