তুলা রাশি – আজ ইনকাম বাড়ানোর দিকে বিশেষ নজর দিন। কিভাবে খরচ কমবে সেদিকেও নজর দিন। ব্যবসায় আজ ডিজিটাল মার্কেটিং এর সাহায্য নিন। আজ ইনকাম করার ভালো সুযোগ পাবেন। এই সুযোগ হাতছাড়া করতে যাবেন না।
কাজের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে। সামাজিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা ভাবতে পারেন। পেটের কোন সমস্যা বাড়তে পারে আজ। আজ কোথাও ট্রাভেল করার প্ল্যান হতে পারে। নতুন কোন জিনিস আপনি ক্রয় করতে পারেন।
ম্যানেজমেন্ট, আইটি, আইন ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি ভালো বলা যায়। আজ আপনার জন্য শুভ রং হল মেরুন এবং শুভ সংখ্যা হল ৬।
বৃশ্চিক রাশি – আজ কারোর পরামর্শ নিয়ে চলতে পারলে লাভ পাবেন। ব্যবসায় নিজের লক্ষ্য স্থির রেখে চলতে হবে আপনাকে। ব্যবসায় কিছু পরিবর্তন করলে লাভ পাবেন। কাজের জায়গায় বেশিরভাগ সময় মনে থাকার চেষ্টা করুন।
সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে আপনার কাজের মাধ্যমে মান সম্মান প্রাপ্তি ঘটবে। কাজের কারণে পরিবার থেকে দূরে যেতেও হতে পারে আপনাকে। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালো বলা যায়। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৩।
ধনু রাশি – ব্যবসায় আজ লোন নেওয়ার কথা মাথায় আসতে পারে। কাজের জায়গায় পজেটিভ এনার্জি ধরে রাখতে পারবেন। জয়েন্ট পেইন দেখা দিতে পারে। লাভ পার্টনার এবং লাইফ পার্টনারের সঙ্গে সময় কাটাবেন ও কোন উপহার দিতে পারেন।
পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। কোনরকম কম্পিটিটিভ পরীক্ষা থাকলে তার জন্য ভালো ভাবে প্রিপারেশন নিতে শুরু করুন ছাত্র-ছাত্রীরা। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভসংখ্যা হল ৯।