তুলা রাশি (Libra Ajker Rashifal) – কাজের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে। কাজের জায়গায় বস বা আধিকারিক আপনার কাজে খুশি হতে পারেন এবং আগামী দিনে এই নিয়ে কোন উপহার পেতে পারেন।
কাজের জায়গায় উৎসাহিত বোধ করবেন। বাকি থাকা কাজ শেষ করতে চেষ্টা করুন। পরিবারে খরচ কিছুটা বাড়তে পারে। খাওয়া-দাওয়া সময় করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা হল ৬।
বৃশ্চিক রাশি (Scorpio Ajker Rashifal) – ভালো কাজের মাধ্যমে মন ভালো থাকবে। কাজের জায়গায় কোন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় অহেতুক বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন না।
ব্যবসার কারণে আজ আপনাকে ট্রাভেল করতে হতে পারে। আজ সহজে কারোর উপর বিশ্বাস করতে যাবেন না। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে একসঙ্গে মিলেমিশে কাজ করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রঙ হল নীল এবং শুভ সংখ্যা হল ১।
ধনু রাশি (Sagittarius Horoscope) – দিনের শুরুতেই সারাদিনের প্ল্যান করে চলতে চেষ্টা করুন। কাজের জায়গায় কারোর পরামর্শ নিতে যাবেন না। বিনিয়োগ করতে চেষ্টা করুন। পারিবারিক জীবনে কোন সমস্যা আসতে পারে। আজ আপনার কথায় কেউ আঘাত পেতে পারেন। শুভ রংপুর হলুদ এবং শুভ সংখ্যা হল ৭।