তুলা রাশি (Libra Horoscope) – আজ পারিবারিক সুখ পাবেন। সন্তান সুখ পাবেন। ব্যবসায় ইনকাম বাড়াতে বিশেষ প্রয়াস করুন। ব্যবসায় ছোট বড় রিস্ক নিতে পারেন। আর্থিকভাবে এই সময় কি করে আরো ভালো করা যায় সেদিকে চিন্তা ভাবনা করতে পারেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে রোমান্টিক সময় কাটাতে পারবেন আপনি। ছাত্রছাত্রীরা নতুন নতুন জিনিস জানার বা শেখার চেষ্টা করুন। ছাত্রছাত্রীরা হেলদি কম্পিটিশন করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ৯।
বৃশ্চিক রাশি (Scorpio) – আজ মানসিক অশান্তি বাড়তে পারে। কোথাও বিনিয়োগ করতে যাবেন না। অন্যথায় টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন। আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করুন।
রিলেশনশিপে কিছু বাধা আসতে পারে। জীবন সাথী বা লাভ পার্টনারকে সন্দেহ করতে যাবেন না। ছাত্রছাত্রীরা ওভার কনফিডেন্ট হতে যাবেন না। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৩।
ধনু রাশি (Sagittarius Rashifal) – ব্যবসায় ইনকাম বাড়াতে স্পেশাল কিছু করার চেষ্টা করুন। কাজের জায়গায় নিজের কাজ নিজে করতে চেষ্টা করুন। আধিকারিকরা আপনার উপর খঁচে যেতে পারে।
আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নিয়োগের মাধ্যমে লাভ পাবেন। আজ আপনার প্ল্যানিং কাউকে বলতে যাবেন না। চোখের সমস্যা, পেটের সমস্যা, জ্বর ইত্যাদি দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হল হল হলুদ এবং শুভ সংখ্যা হল ১।