তুলা রাশি (Libra Rashifal) – সময় আলনার পক্ষে থাকবে। তাই কাজে সাফল্য পেতে সঠিক প্ল্যান বানিয়ে সেই অনুযায়ী কাজ করুন। বিশেষ করে আগের করা ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারলে অনেক লাভ পাবেন। কর্মক্ষেত্রে আটকে বা বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন করার চেষ্টা করুন।
চাকুরিজীবীরা বসের থেকে প্রশংসা পাবেন। লাইফ পার্টনার বা লাভ পার্টনারের থেকে সারপ্রাইজ গিফট পাবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে শরীর অসুস্থ হতে পারে। আজ আপনার শুভ রং হল সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।
বৃশ্চিক রাশি (Scorpio Horoscope) – দায়িত্ব কর্তব্য পালন করে লাভ পাবেন। ব্যবসায় সরকারী লাভ কিভাবে পেতে পারেন সে ব্যাপারে চিন্তা ভাবনা করুন। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। এছাড়া নিজের কাজে প্রিয়জনদের যোগদান আপনার জন্যে লাভদায়ক হবে।
কর্মক্ষেত্রে কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মৌন থাকুন। আপনার বিরুদ্ধে কোন তদন্ত চলতে থাকলে তার থেকে মুক্তি পাবেন। দাম্পত্য বা প্রেম জীবন রোম্যান্টিক কাটবে। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে বাইরের খাবার এড়িয়ে চলুন। আজ আপনার শুভ রং হল লাল এবং শুভ সংখ্যা হল ৫।
ধনু রাশি (Sagittarius Horoscope) – বুদ্ধির বিকাশ ঘটবে। আজ বিশেষ কোন আইডিয়া আপনার দিনকে সফল করতে পারে। ব্যবসায় সাফল্যের জন্যে সঠিক টিম বানানোর চেষ্টা করুন। কাজের জায়গায় পজিটিভ থাকবেন।
সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে কোন কাজ করার পূর্বে সবকিছু ভালো করে জেনে নিন। বিশেষ কোন কাজ নিয়ে ট্র্যাভেল করতে পারেন। পায়ে, হাঁটুতে ব্যথা কষ্ট দিতে পারে। আজ আপনার শুভ রং হল রূপালী এবং শুভ সংখ্যা হল ৩।